ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামী সপ্তাহে আবারও ঝড়-বৃষ্টি লস অ্যাঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৯৩ কোটি টাকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইকের ধাক্কা, সড়কেই নিথর যুবক

কুড়িগ্রামে ৬ দিনব্যাপী বইমেলা শুরু   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

 
কুড়িগ্রামে নাগরিক উদ্যোগে ছয় দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার (১২ মার্চ) বিকেল ৫টায় জেলা শহরের আউটার স্টেডিয়াম ও বিজয়স্তম্ভে মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলা কমিটির সদস্যসচিব সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক আবু রায়হান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

নাগরিক উদ্যোগে আয়োজিত বইমেলা রোববার (১২ মার্চ) থেকে আগামী শুক্রবার (১৭ মার্চ) পর্যন্ত চলবে। এই মেলায় জেলা ও জেলার বাইরের ৩০টি জনপ্রিয় প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বইমেলার পাশাপাশি থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

বইমেলা কমিটির সদস্যসচিব সাংবাদিক শফি খান বলেন, কুড়িগ্রাম শহরের বিজয়স্তম্ভের সামনে ছয় দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিনই পাঠকের বেশ ভালো সাড়া পাওয়া গেছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি পাঠকের সমাগম ঘটবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –