• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রেমের টানে পালানো ছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

 
কুড়িগ্রামে প্রেমের টানে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার (৮ এপ্রিল) ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকের প্রলোভনে গত ৫ এপ্রিল সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়ে না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে কুড়িগ্রাম সদর থানা পুলিশ অনুসন্ধান করে জানতে পারে ওই ছাত্রী ফুলবাড়ী সীমান্ত এলাকায় আছে। পরবর্তীকালে কুড়িগ্রাম সদর থানার একটি দল তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –