• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  

 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’ গানটিকে প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামে মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। 

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে মিলিত হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ। শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –