• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল “আইন নয়, কেবল জনসচেতনতাই পারে প্লাস্টিকের ব্যবহার রোধ করতে”। এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা।

আর এতে প্রতিযোগীতায় পক্ষে অংশগ্রহণ করে ওই প্রতিষ্ঠানের ৩ ছাত্রী এলিনা খাতুন, রিদিতা সরকার মেধা ও আফসানা সাদিয়া এবং বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে একই প্রতিষ্ঠানের অপর ৩ জন ছাত্র হাবিবুর রহমান, লিমন সরদার ও ফুহাদ আহমেদ। এ প্রতিযোগিতায় পক্ষে থাকা দল বিজয়ী হয় এবং বিপক্ষের দল রানার্স আপ হয়। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোখলেসুর রহমানের সঞ্চালনায় ইয়ুথ হাব ইউএসএস এর আয়োজনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

এতে বিচারকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, নজরুল ইসলাম, সাজেদুল করিম প্রমুখ। এ অনুষ্ঠানে ইউএসএস এর প্রতিনিধি ও বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ প্রতিযোগিতা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ও তানিয়া খাতুন পিয়ার, ইয়ুথ হাবের সভাপতি সীমা খাতুন, সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ অন্যান্যরা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –