• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মেরে ফেলার ওষুধ পান করে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির নাম নিশান (৩)। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যের আগে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। নিহত শিশু নিশান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর বাড়িতে তার বাবা তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ কিনে ঘরে রাখে। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে মঙ্গলবার সন্ধ্যের আগে ওই বিষাক্ত ওষুধ শিশুটি পান করে। এর কিছুক্ষণ পর ওই শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়ি থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে মারা যায়। তার মুখে ওই কীটনাশকের গন্ধ ছিল। 
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ওসি প্রাণ কৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –