• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়ীতে লিচু বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লিচু বাগান থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে বাড়ির পাশের বাগানে লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই বৃদ্ধের নাম আবেদ আলী। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী গ্রামের মৃত তমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবেদ আলী। তারপর সারাদিন বাড়ি ফেরেননি তিনি। রাতে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় লিচু গাছে মরদেহ ঝুলতে দেখে কয়েকজন পথচারী চিৎকার করলে বাড়ির লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আবেদ আলী নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এজন্য ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –