• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ছি‌লেন মাদক ব্যবসায়ী, জেল থে‌কে বেরিয়ে হলেন ‘চিকিৎসক’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩  

মমিনুল ইসলাম। ২০১৪ সা‌লে মাদকসহ আটক হন তিনি। জেলও খাটেন দীর্ঘ‌দিন। এরপর জেল থেকে ছাড়া পেয়ে শুরু করেন আরেক প্রতারণা। নিজেকে পরিচয় দেন চিকিৎসক হিসেবে। অব‌শে‌ষে শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় তা‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

রোববার তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়। গ্রেফতারকৃত মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার বড়লই গ্রামে।  

জানা যায়, ২০১৪ সা‌লে মাদকসহ আটক হন মমিনুল ইসলাম। দীর্ঘ‌দিন জেল খে‌টে ছাড়াও পান তি‌নি। প‌রে লালমনিরহাট জেলার পাটগ্রামে শুরু ক‌রেন আরেক প্রতারণা। সেখা‌নে নি‌জে‌কে চি‌কিৎসক প‌রিচয় দি‌য়ে ক‌য়েক বছর ধ‌রে প্রতারণা ক‌রে আস‌ছি‌লেন ম‌মিনুল। এদি‌কে মাদক মামলায় ২০২২ সালে দুই বছরের দণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। 

এদিকে, সাজাপ্রাপ্ত ম‌মিনু‌লের অবস্থান শনাক্ত কর‌তে মা‌ঠে না‌মে পু‌লিশ। এরপর শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে পাটগ্রা‌ম থেকে তা‌কে গ্রেফতার ফুলবা‌ড়ী থানা পু‌লিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমীন বলেন, রোববার তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –