• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

৩২ কেজি বাঘাইড় মাছটি বিক্রি হলো ৪০ হাজারে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪  

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে একটি ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি বিক্রি করা হয়েছে ৪০ হাজার টাকায়।

১৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩ টার দিকে ব্রহ্মপুত্র নদে জেলেদের একটি দল এই মাছটি শিকার করে। সন্ধ্যায় মাছটিকে কুড়িগ্রাম শহরে বিক্রির উদ্দ্যেশ্যে নিয়ে আসলে মাছটিকে দেখতে ভীড় করে উৎসুক জনতা।

মাছটিন কিনেছেন কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট এলাকার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস। তিনি বলেন, মাছটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। ৪০ হাজার দিয়ে কিনে নিলাম। আমি এখন এটিকে কেজি আকারে খুচরা বিক্রি করবো। এতে কিছুটা লাভ হবে বলে আশা করছি।

সেখানে উপস্থিত আরেক মৎস ব্যবসায়ী মন্টু শেখ জানান, নদীতে বাঘাইড় মাছ শিকারের মৌসুম চলছে। কিন্তু এরকম আকারের মাছ নিয়মিত ধরা পড়েনা। তবে মাঝে মাঝে এর থেকেও বড় আকারের মাছ শিকার করে জেলেরা। দামও ভাল পায়। তবে সেটি ভাগ্যের ব্যাপার।

মাছটি দেখতে এসেছেন মঞ্জু মিয়া। তিনি বলেন, এর আগে ছবিতেই এত বড় মাছ দেখেছি। বাপ-দাদার কাছে গল্প শুনতাম। আজ সামনাসামনি দেখার সুযোগ হলো।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –