• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

রোজকার ত্বকের যত্নে ময়েশ্চারাইজারের গুরুত্ব

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

রোজকার ত্বকের যত্নে ময়েশ্চারাইজারের গুরুত্ব                        
রোজকার ত্বকের যত্নে  ময়েশ্চারাইজারের গুরুত্ব কতটা যারা ব্যবহার করেন ঠিকই জানেন। হঠাৎ-ই দেখলেন ময়েশ্চারাইজার ফুরিয়ে যেতে বসেছে। সচরাচর ব্যস্ততা এমন পর্যায়ে গিয়েছে তো বিউটি প্রোডাক্টের স্টক এতটাই অস্থিতিশীল যে নিজের কাছে একাধিক পণ্য রাখা ছাড়া উপায় নেই। হয়তো আপনার ত্বক একটি বিশেষ পণ্যের সঙ্গে সংবেদনশীল। তবু ময়েশ্চারাইজার ফুরিয়ে যেতেই পারে। সেক্ষেত্রে কি করা যেতে পারে?   

প্রথমেই চলুন জেনে নেওয়া যাক ময়েশাচারাইজার আসলে কি। ময়েশ্চারাইজার হলো তেল আর জলের সঠিক মিশ্রণ। সচরাচর আমন্ড অয়েল আর গোলাপজল দিয়ে আপনি সহজেই ময়েশ্চারাইজারের বেস বানাতে পারেন। সেইসঙ্গে লাগবে ভেজিটেবল গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল। আর লাগলে একটু মোম। 

ময়েশ্চারাইজার বানাবেন কিভাবে? 

ময়েশাচারাইজার বানানোর কাজটি খুব কঠিন কিছু না। 

যেমন:
প্রথমে পরিষ্কার এক স্টিলের বাটি নিন। তাতে হাফ কাপ অমন্দ অয়েল, এক বড়ো চামচ পরিমাণ মোম, দু'চামচ গ্লিসারিন নিয়ে অল্প আঁচে গরম করুন।
এবার অন্য একটি পাত্রে গোলাপ জল গরম করুন।
দুটো পাত্রের উপাদান গরম হলে আঁচ থেকে নামিয়ে কক্ষ মাত্রায় আনুন পাত্রের তাপমাত্রা।
এবার দুই পাত্রের উপাদান একত্রিত করে নাড়ুন।
এবার এসেনশিয়াল অয়েল এবং ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিলেই ময়েশ্চারাইজার প্রস্তুত।

এভাবেই আপনি সহজে কোনো ধরণের পার্শপ্রতিক্রিয়ামুক্ত ময়েশ্চারাইজার ঘরেই বানিয়ে নিতে পারেন। তবে কম কম করে বানান। ময়েশ্চারাইজার পরিষ্কার কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখুন। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –