• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রে-ব্যান স্টোরিজে ফেসবুক ম্যাসেঞ্জার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

রে-ব্যান স্টোরিজ স্মার্ট চশমাগুলোর মাধ্যমে সরাসরি আপনার ফেস থেকে ফেসবুক মেসেঞ্জার বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। বুধবার মেটা সিইও মার্ক জাকারবার্গ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন।

সম্প্রতি রে-ব্যান স্টোরিজে সফটওয়্যার আপডেট করা হয়েছে। ২০২২ সালে আরও আপডেট আসবে বলে জানিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।

মার্ক জাকারবার্গ বলেন, পণ্যটির জন্য ফিচারগুলো রোল আউট করা হচ্ছে, আর এ ফিচারগুলো আইওয়্যার টাইটান লুক্সোটিকার সঙ্গে পার্টনাশীপে তৈরি করা হয়েছিল।

জাকারবার্গ আরো জানান, চশমার বিল্ট-ইন মাইক, স্পিকার এবং অ্যাসিস্টেন্ট ব্যবহার করে বার্তা পাঠাতে, বার্তা পড়তে ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে অডিও কল করতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

আগে চশমার প্রধান বিক্রয় পয়েন্ট ছিল যে, আপনার ফেইসে একটি ক্যামেরা থাকবে। আপনি ভিডিও ও ছবি তুলতে অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি চশমাগুলো বেতার হেডফোন হিসাবে কাজ করতে পারে। তবে এর বাইরে অনেক স্মার্ট ফিচার ছিল না। আপডেটের ফলে আপনি এখন ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ফ্রেমে নির্মিত টাচপ্যাড ব্যবহার না করেও আপনার ভয়েসের সঙ্গে প্লেব্যাক ট্র্যাক করতে পারবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –