• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

৫৫ বছর বয়সেও পেশাদার ফুটবলের চমক তিনি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

বয়স ৩০ পার হলেই ‘বুড়ো’ ডাকা শুরু হয় ফুটবলারদের। ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ৩৫ পেরোনো লিওনেল মেসির ক্যারিয়ার গোধূলিলগ্নে থাকার কথাও হরহামেশাই শোনা যায়। সেখানে ৫৫ পেরোনো কারো পেশাদার ফুটবল খেলে যাওয়ার বিষয়টি চোখ কপালে তোলার মতো ব্যাপারই বটে।

অবিশ্বাস্য হলেও সত্য, বছরের পর বছর ধরে পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন জাপানের কাজুইউশি মিউরা। শীতকালীন দলবদলে ধারে জে লিগের ক্লাব ইউকোহামা এফসি থেকে পর্তুগালের দ্বিতীয় সারির দল অলিভিয়েরেন্সেতে যোগ দিয়েছেন মিউরা।

চলতি মাসেই ৫৫ পেরিয়ে ৫৬–তে পা দেবেন মিউরা। এর মধ্যেই ক্লাব ফুটবল ক্যারিয়ারে নিজের ৬ষ্ঠ দেশ হিসেবে পর্তুগালকে বেছে নিয়েছেন এই ফুটবলার। এর আগে বিভিন্ন মেয়াদে তিনি ব্রাজিল, জাপান, ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন।

১৯৮২ সালে বয়সভিত্তিক ফুটবল এবং ১৯৮৬ সালে মূল দলের হয়ে ফুটবলের পথে নিজের যাত্রা শুরু করেন মিউরা। তাঁর প্রথম ক্লাব ছিল ফুটবলের রাজাখ্যাত পেলের ক্লাব সান্তোস। ৩৭ বছরে সব মিলিয়ে ১৫টি ক্লাবে খেলেছেন মিউরা। যেখানে দুই মেয়াদে খেলেছেন সান্তোসে।

২৬ ফেব্রুয়ারি ৫৬তম জন্মদিন উদ্‌যাপন করতে যাওয়া মিউরা নতুন ক্লাবে যোগ দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘যদিও এটা আমার জন্য নতুন জায়গা, তবে যে ধরনের খেলার জন্য আমি পরিচিত, সেটা খেলতে কঠোর পরিশ্রম করে যাব।’

ফরোয়ার্ড হিসেবে খেলা মিউরা এর আগে বলেছিলেন, ৬০ বছর বয়স পর্যন্ত তিনি ফুটবল চালিয়ে যেতে চান। জাপানি এই ফুটবলার গত মৌসুমে ধারে খেলেছিলেন জাপানের চতুর্থ সারির ক্লাব সুজুকা পয়েন্ট গেটের্সে। যেখানে ১৮ ম্যাচ খেলে তিনি করেছিলেন ২ গোল। জাপানের পেশাদার লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলারও মিউরা।

২০১৭ সালে ৫০ বছর ১৪ দিন বয়সে গোল করে এই কীর্তি নিজের করে নিয়েছেন এই ফুটবলার। জাপানে সবচেয়ে পছন্দের ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত মিউরা, তাঁকে আদর করে ‘কিং কাজু’ বলে ডাকা হয়। জাপান জাতীয় দলের হয়ে তিনি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছেন। এ সময়ের মধ্যে ৮৯ ম্যাচ খেলে করেছেন ৫৫ গোল।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –