• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আইপিএল নিয়ে জুয়া: কুড়িগ্রামে ছয় যুবক আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হওয়ায় একটি শ্রেণি মেতে উঠেছে আইপিএলের চার-ছক্কার জুয়ায়। বলের উইকেটে ও ব্যাটের রানে সর্বস্বান্ত হচ্ছেন ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীরা। জুয়ার সেই রথকে থামাতে জড়িত থাকার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের ২নং আসামি তপন কুমার মোহন্তের ঘরে আইপিএল জুয়ায় লিপ্ত থাকার সময় তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন ও টিভি জব্দ করা হয় বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি রওশন কবির।

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের সন্তোষ চন্দ্র শীলের ছেলে প্রদীপ চন্দ্র ভোলা (৩২), একই গ্রামের মৃত কার্তিক চন্দ্র মোহন্তের ছেলে তপন কুমার মোহন্ত (৩৬), হাতিবান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২), দেবীপুর (পণ্ডিত পাড়া) গ্রামের মৃত মাসুদ রানার ছেলে নাজমুল হক লাবু (২৩), একই গ্রামের শহীদ আলীর ছেলে মুসা মিয়া (২৪) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২০)।

ওসি জানান, আইপিএলকে কেন্দ্র করে বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে জুয়া চলে। সেই জুয়া বন্ধ করতে আমরা এ অভিযান শুরু করেছি। আমরা এ অভিযান অব্যাহত রাখব।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –