• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বনপ্রহরী নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাকরেরহাট এলাকার বসার বাজারে এক সড়ক দুর্ঘটনায় নুরন্নবী মিয়া (৫৭) নামে এক বন প্রহরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। 

এসময় তার স্ত্রী মমতাজ বেগম (৫০) গুরুতর আহত হয়। নিহত নুরন্নবী মিয়া চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ এলাকার মৃত: মোহাম্মদ আলীর পূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার ঝুম বন বিভাগে বন প্রহরী হিসেবে কর্মরত নুরন্নবী মিয়া তার স্ত্রীকে রংপুরে চিকিৎসার জন্য মোটর বাইকযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে স্বামী-স্ত্রী দুজনেই পাকা সড়কে ছিটকে পরেন। এতে ঘটনাস্থলেই ওই বনপ্রহরীর মৃত্যু হয়। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের লিডার আলমগীর হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে বনপ্রহরীর মৃতদেহ এবং গুরুতর আহত তার স্ত্রী মমতাজ বেগমকে উদ্ধার করে প্রথমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –