• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার গণপূর্ত বিভাগের সহায়তায় উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে এ ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের পৃষ্ঠপোষকতায় ঢাকাস্থ উত্তরবঙ্গ জনকল্যান সমিতির অর্থায়নে বানভাসী মানুষকে চাল, মুসুর ডাল, তেল, চিড়া, গুড় ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সমিতির সভাপতি ইব্ধনিয়ার গোলাম মোস্তফা, রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী  আবদুল গাফফার, রংপুর গণপূর্ত সার্কেলের তত্ববধায়ক প্রকৌশলী দেওয়ান মউদুদুর রহমান, কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী এ এইচ এম শাহারিয়ার আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন সরকার, তৌহিদ হাসান ওহী, উপ-সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম ও চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।

ত্রাণ পেয়ে ত্রাণ পেয়ে মফিদার রহমান(৬০) নামের এক বৃদ্ধ বলেন- এর আগে সরকারের পক্ষ থেকে আমাদের সহায়তা করা হয়। সরকারের পক্ষে অনেকেই আমাদের সহযোগীতা করেছেন। এবার বন্যা দীর্ঘস্থায়ী হলেও সরকার সবসময় আমাদের খোঁজ খবর রেখেছেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানও ত্রাণ বিতরণ করছেন। ফলে অনেক ক্ষতির মধ্যেও কিছুটা স্বস্তির মধ্যে রয়েছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –