• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামের রাজারহাটে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ৯টায় বিদ্যলয় চত্বরে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ উদ-জামান জানান, রাজারহাট উপজেলায় ৩৮টি মাধ্যমিক এবং ২১ দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীগণ স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শতভাগ ভর্তি ও ঝড়ে পড়া রোধসহ সহ শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতার জন্য সরকার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন চালু করেছে। 

নির্বাচন কমিশনার মোছাঃ রাশিদা খাতুন বলেন,  নির্বাচনে ৮টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ২’শ ৮৫ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ২’শ ২৫। প্রাপ্ত ভোটের শতকরা হার ৭৮.৯৪। শেষে মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –