• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নীলফামারীর সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে এই স্মরকলিপি দেয়া হয়।

আগামী ১ থেকে ৭ মে দেশে ‘পঞ্চম জাতীয় গণমাধ্যম সপ্তাহ- ২০২১’ উদযাপন করবেন সাংবাদিকরা। এই সপ্তাহব্যাপী কর্মসূচির রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্য সোমবার একযোগে সারাদেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালন করেছে বিএমএসএফ।

সোমবার সকালে নীলফামারীর সাংবাদিকরা জেলা তথ্য কর্মকর্তার প্রতিনিধির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, দৈনিক আমাদের অর্থনীতি ও আওয়ার টাইমসের জেলা প্রতিনিধি স্বপা আকতার, দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি নুরুল আমিন প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –