• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দোষারোপে সীমাবদ্ধ বিএনপির রাজনীতি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

মনোনয়ন বাণিজ্য, দলীয় নেতৃত্বের ব্যর্থতা, কোন্দল ঢাকতে দোষারোপের রাজনীতিতে সীমাবদ্ধ রয়েছে বিএনপি। জনসম্পৃক্ত দলীয় ইস্যু ছাড়াই সংবাদ সম্মেলন ও ভার্চুয়াল বৈঠকে দোষারোপই যেন দলটির আলোচ্য বিষয়।

সূত্র বলছে, ২০১৪ সালে নির্বাচন বর্জনের দাবি নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত করে জ্বালাও-পোড়াও করেছিল বিএনপি। এরপর নানা নাশকতা সৃষ্টি করেছে তারা। কিন্তু গত ১৫ বছরে জনগণের একটা দাবি নিয়েও কার্যত কথা বলেনি দলটি। এর ফলে জনগণ বিএনপির পাশে থাকছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা বলেন, আমাদের কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকার কারণে নেতারা ইচ্ছামতো কথা বলেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যকে দোষারোপ করা ছাড়া বিকল্প উপায়ও নেই। এর ফলে মানুষের কাছে বিএনপি আস্থা হারাচ্ছে।

তিনি আরো বলেন, ভঙ্গুর সাংগঠনিক অবস্থা এবং অদক্ষ নেতৃত্বের কারণে জনগণ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে বিএনপি। এমনকি দেশের চলমান করোনা সংকটসহ বন্যা বা অন্য যেকোনো পরিস্থিতিতেই কার্যত ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বিএনপি।

বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি সব বিষয়ে শুধু সরকার বা নিজেদের নেতাদের ওপর দোষ চাপাতে ব্যস্ত। সংকট সমাধানে নিজেরা কোনো ভূমিকাই রাখতে পারে না। সেটা নিয়ে আবার নিজেদের মধ্যে বাড়াবাড়ি করে। এ রকম কর্মকাণ্ড থেকে তাদের বের হয়ে আসা উচিত।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –