• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারী পৌরসভার কাউন্সিলর সন্ত্রাসী হামলায় আহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নীলফামারী পৌরসভার কাউন্সিলর কলিম উদ্দিন। বুধবার মধ্যরাতে জেলা শহরের সার্কিট হাউজ সড়কে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। আহত কলিম উদ্দিনকে রাতেই নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

নীলফামারী পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর কলিম উদ্দিন জানান, ডাকবাংলো এলাকা থেকে সার্কিট হাউজ সড়কের নিজ বাড়িতে ফেরার সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করেন এক ব্যক্তি। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। তিনি জানান, ওই ব্যক্তিকে আমি চিনেছি। এ ব্যাপারে থানায় মামলা করবো।

আজ বৃহস্পতিবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অমল রায় জানান, আপাতত তিনি শংকামুক্ত। তার বাম হাতে আঘাত করা হয়েছিলো। সেলাই দেয়া হয়েছে।

এলাকাবাসী জানান, কলিম উদ্দিন টানা তিনবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর। অবিলম্বে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় যে ব্যক্তি জড়িত থাকুনক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –