• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পূজার গানে মডেল নওশাবা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

দুর্গাপূজার উৎসব ঘিরে এবার বেশ কয়েকটি গানচিত্র তৈরি হচ্ছে। এর মধ্যে আলাদা আবহ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী-পাপেটশিল্পী কাজী নওশাবা আহমেদ। টানা এক বছর পর তিনি আবারও কাজ করলেন মিউজিক ভিডিওতে। এবার একা নন, সঙ্গে নিয়েছেন ১৫ পথশিশুকে। আরও আছেন রেবেকা, অমিত সিনহা ও আলিফ। তাদের সবাইকে নিয়ে বার্তানির্ভর গানচিত্রটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

'এসেছে দুর্গা মা' শিরোনামে গানটি লেখার পাশাপাশি গেয়েছেন রুবাইয়াত জাহান। সুর ও সংগীত পরিচালনা করেছেন লন্ডনপ্রবাসী রাজা কাশ্যাফ। সম্প্রতি গানটির ভিডিও শুটিং হয়েছে রমনা কালীমন্দির ও আশপাশের এলাকায়।

নওশাবা বলেন, বছর খানেক পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ফলে অনেক হিসাব-নিকাশ ছিল কাজটি করার আগে। আমি চাইনি অন্য আর দশটা উৎসবের গানে মডেল বা নৃত্যশিল্পী হিসেবে নিজেকে দাঁড় করাতে। তাই নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন ভাই এবং গানটির শিল্পী রুবাইয়াত আপুর সঙ্গে আমার বিশদ আলাপ হয়। আমি কিছু পরিকল্পনার কথা বলি। তারা খুব আগ্রহ নিয়ে গ্রহণ করেন এবং আমিও আনন্দ নিয়ে কাজটি করি। এতে শুধু নাচ-গানই নেই, রয়েছে বিশেষ বার্তাও। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে বিশেষ এ গানটি শিগগিরই একসঙ্গে উন্মুক্ত হচ্ছে ভারত ও বাংলাদেশ থেকে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –