• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের আবেদনের সময় বাড়ল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২১  

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক- ২০২১ এর জন্য আবেদন পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

এর আগে, আবেদন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ মে। আবেদন পত্রের ছক পাওয়া যাবে যথাক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mowca.gov.bd ও জাতীয় মহিলা সংস্থার ওয়েব সাইটে www.jms.gov.bd।

নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে ([email protected]) এবং ডাকযোগে বা সরাসরি হার্ডকপি ৭ জুন এর মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে পাঠানো যাবে।

পদকের পরিমাপ ও বর্ণনা সম্পর্কিত সব বিষয় অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ও জাতীয় মহিলা সংস্থার ওয়েব সাইটে পাওয়া যাবে।

আগ্রহী ডিজাইনারগণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের নমুনাসহ বিস্তারিত ড্রয়িং-ডিজাইন সীলমোহরকৃত খামে ৭ জুনের মধ্যে নির্বাহী পরিচালক, জাতীয় মহিলা সংস্থা, ১৪৫ নিউ বেইলি রোড, ঢাকার কার্যালয়ে দাখিল করতে পারবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –