• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ী, গোডাউনসহ আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব পাশের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ব্যবসায়ী সেকেন্দার আলী ব্যাপারির ভাড়া দেয়া বাসায় আগুন লেগে সেখানে থাকা কুমিল্লা বেকারির ফ্যাক্টরী, মেসার্স শিশির ট্রেডার্সের গোডাউন ও সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলামের ভাড়া নেওয়া ৪টি সহ ৮ টি কক্ষ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, 'মাগরিবের নামাজের পরেই পাশের দোকানের লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এগিয়ে আসেন এলাকাবাসী। মূহর্তেই আগুন বাসাটির চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে পুড়ে যাওয়া কুমিল্লা বেকারির সত্বাধিকারি দীন মোহাম্মদ জানান, তার গোডাউনে থাকা সয়াবিন তেল, চিনি, ময়দা, ঘি, পলিথিন, বেকিং পাউডারসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মেসার্স শিশির ট্রেডার্স এর মালিক মোঃ শিশির বলেন তার গোডাউনে বিভিন্ন কম্পানির কনজুমার প্রোডাক্ট আইটেমের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –