• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মাদক: বেরোবির দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) রসায়ন বিভাগে কর্মরত ল্যাব এ্যাটেনডেন্ট (মেডিকেল এ্যাসিসটেন্ট পদের বিপরীতে) মোঃ আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেল-এ কর্মরত এমএলএসএস মোঃ পারভেজ অবৈধ মাদকদ্রব্য সহ র‌্যাব-এর হাতে আটক হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছে। 

জানা যায়, রংপুর মহানগরীর আলমনগরস্থ ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখাকালীন বুধবার রাত বারোটায় তাদের গ্রেফতার করেন র‍্যাব ১৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)  সহ তার সঙ্গীয় ফোর্স। 

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ একহাজার পাঁচশত টাকা উদ্ধার করেন র‍্যাব। গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণী এর ২৪(ক) ধারায় মামলা করেন আটককারী র‍্যাবের এই কর্মকর্তা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –