• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বৃষ্টির জন্য রংপুরে তৃতীয় দিনে বিশেষ নামাজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

রংপুরে বৃষ্টির জন্য তৃতীয় দিনের মতো দুই রাকাত ইস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। এর আয়োজন করে রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদ।

ইস্তেখারার নামাজে ইমামতি করেন রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও রংপুর কোট মসজিদের খতিব হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। এ সময় মোনাজাত করেন রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের সভাপতি ও রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়জিদ হোসাইনসহ শত শত মুসল্লি।

এ পরিস্থিতিতে খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইস্তেখারার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় দুই হাত তুলে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য কাঁদতে থাকেন নামাজে অংশ নেয়া লোকজন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –