• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

জাতীয় মৎস্য সপ্তাহে নীলফামারীতে সংবাদ সম্মেলন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয় রবিবার থেকে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলাব্যাপী আলোচনা সভা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মা মাছ-পোনা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –