• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ভোট কক্ষে থাকছে সিসি ক্যামেরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২  

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ভোট কক্ষে থাকছে সিসি ক্যামেরা            
আগামী ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের দুটি বুথে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৫ ওয়ার্ডের (গোবিন্দগঞ্জ উপজেলা) সদস্য প্রার্থী (বৈদ্যুতিক পাখা) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মতিন মোল্লা ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। সেই প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ নেয় কর্তৃপক্ষ।

গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. অলিউর রহমান বলেন, জেলা পরিষদের নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে কাজ শুরু করা হয়েছে। আমরা আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১ হাজার ১৩৪ জন ভোটার ভোট দেবেন। তাদের ভোটে ১ জন জেলা পরিষদ চেয়ারম্যান, ৭ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –