• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪  

ঠাকুরগাঁওয়ে স্বামীর রেখে যাওয়া ব্যাংকের টাকা সন্তানকে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে সন্তানের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা।

বৃহস্পতিবার বিকেলে শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মা সাবেরা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন বয়স্ক মহিলা। আমার স্বামী পাট কলে চাকরি করার সুবাদে মৃত্যুর আগে সে আমার নামে সোনালী ব্যাংকে ১২ লাখ টাকা রেখে যায়। আমার বড় ছেলে রাজিব (৩৩) দীর্ঘদিন ধরেই সে টাকা নেওয়ার জন্যে আমাকে প্রথমে হুমকি-ধমকি দেয় এবং সম্প্রতি সে আমাকে শারীরিক নির্যাতন করছে। যার কারণে গত কয়েকদিন আগেও আমাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এতেও সে ক্ষান্ত না হয়ে আমার ছোট ছেলে ইমরানের নামে মিথ্যা মামলা দেয়। 

ছোট ভাই ইমরান ফরিদ বলেন, আমার মাসহ আমি বর্তমানে খুব অসহায় হয়ে পড়েছি। আমার বড় ভাই আমার মাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি অনেকবার মারধরও করেছে। আমি প্রতিবাদ করলে সে আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –