• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

সরকার জাপানের সঙ্গে বন্ধুত্ব আরো শক্ত করতে চায়: পরিকল্পনামন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২  

সরকার জাপানের সঙ্গে বন্ধুত্ব আরো শক্ত করতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সাংস্কৃতিক ও মানসিকভাবে জাপানের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত।

বুধবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ‘পরবর্তী উন্নয়ন যাত্রায় বাংলাদেশ জাপানের অংশীদারিত্ব’ শীর্ষক সংলাপের প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের সব জায়গায় জাপানের চিহ্ন রয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, মাতারবাড়ি, মেট্রোরেল, আড়াই হাজার সবক্ষেত্রেই জাপান কাজ করছে। এসব প্রকল্প সম্পন্ন হলে সেগুলো বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। জাপানের সঙ্গে সম্পর্ক আরো সুন্দর ও শক্তিশালী করার উদ্যোগ রয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তোলনের পর, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো হবে। জাপানের সঙ্গেও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তি করার খসড়া নীতিমালা তৈরির কাজ চলছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে ডুইং বিজনেসের সমস্যা আছে। সে সমস্যা কর্মকর্তাদের নিম্ন পর্যায়ে বেশি। দুর্নীতির সমস্যা সমাধানে সরকার কাজও করছে।

সংলাপে বক্তব্য রাখেন কাজী নাবিল আহমেদ এমপি, ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশি রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের জাইকা প্রধানসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক সৈয়দ ইউসুফ। তিনি বলেন, জাপান বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের বড় অংশীদার হতে পারে। জাপানে পণ্য রফতানির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি জনশক্তি রফতানির সম্ভাবনা প্রচুর।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –