• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

‘ইভিএমে ত্রুটি প্রমাণ করতে পারলে কমিশনের সবাই পদত্যাগ করবো’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২৪  

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমরা আশা করি উপজেলা পরিষদের তিনটি নির্বাচনই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনারা আইটি এক্সপার্ট নিয়ে আসবেন। যদি প্রমাণ করতে পারেন ইভিএমে দোষ আছে, ত্রুটি আছে। তাহলে ইভিএম তো বাদ যাবেই, তার সঙ্গে আমরাও এ কমিশন থেকে পদত্যাগ করে চলে যাবো।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ষষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে সাধারণ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

ইসি মো. আলমগীর বলেন, ইভিএম ভোট হওয়ার পরে কোনোদিন দেখছেন কোনো জায়গায় মারামারি হয়েছে, ভোটের রেজাল্ট মানি না বলছে। এগুলো সব অযথা ভয়ের প্রচার। এটা ভূতের ভয়ের মতো ভূত বলতে কিছুই নেই। 

তিনি বলেন, নির্বাচনে যদি কোনো প্রভাববিস্তার দৃশ্যমান হয়, তাহলে আমাদের এগুলো দেখার যাদের দায়িত্ব তারা ব্যবস্থা নেবেন।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –