• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আপাতত ১ ঘণ্টা করে লোডশেডিং

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২  

জ্বালানি সাশ্রয়ে মঙ্গলবার থেকে সারাদেশে এক ঘণ্টা করে লোডশেডিং  করে পরিস্থিতি সামাল দিতে না পারলে পরে তা দুই ঘণ্টা করা হবে। সোমবার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামীকাল থেকে এক ঘণ্টা করে লোডশেডিং। চেষ্টা করব দিনের বেলা করতে। এক সপ্তাহ আমরা এটা দেখব। আগে থেকে জানানো যায় কি না সেটাও দেখব। এক সপ্তাহ পরে যদি দেখি এতে হচ্ছে না, তাহলে পরবর্তীতে আরো এক ঘণ্টা লোডশেডিং হবে।

প্রতিমন্ত্রী বলেন, সন্ধ্যা ৮টা থেকে দোকানপাট, শপিংমল ও যে কোনো আলোক সজ্জা বন্ধ থাকবে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে কঠোর হতে বলা হয়েছে। সিদ্ধান্ত না মানলে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হবে।

তিনি বলেন, উপাসনালয়ে এসি ব্যবহার হচ্ছে। এখানে সাশ্রয়ী হওয়া উচিত। শুধু নামাজের সময় ব্যবহার করে পরে যেন বন্ধ করে দেওয়া হয়। সরকারি অফিসে যেন যত্রতত্র এসি ব্যবহার না করা হয়। যত বেশি অনলাইন মিটিং করা যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম অনুষঙ্গ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সূচি অনুযায়ী লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে সরকার।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –