• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ডিজেলে বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২  

চলমান বিদ্যুৎ সংকট সমাধানে রুটিন মেপে লোডশেডিং, মসজিদে এসি বন্ধ রাখা, রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখা, সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখা, অফিসের সময় ১-২ ঘণ্টা কমানোর চিন্তার পাশাপাশি ডিজেলে বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি জানান, সংকট সমাধানে দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। এছাড়া আপাতত হোম অফিস চালু করা, অফিসের সময় ১-২ ঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –