• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

ইসলামের শত্রুদের বিষয়ে সতর্ক থাকতে হবে: তথ্যমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করে যারা ইসলাম ধর্মের বদনাম করছে তারা ইসলামের শত্রু। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

রোববার দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শান্তি মহাসমাবেশ ও শোভাযাত্রায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা ধর্মের নামে মানুষের হাত-পায়ের রগ কাটে, হত্যাকাণ্ড ঘটায় তারা ইসলামের বন্ধু নয়। এ দেশে কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। অথচ অনেকেই আছে যারা ওলি-আকরামদের বিরুদ্ধে কথা বলে। তারা আসলে ফিতনা সৃষ্টিকারী। তাদের বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, ইসলামের জন্য শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কেউ তা করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে, যেখানে শিক্ষকরা মাসিক ভাতা পান। শেখ হাসিনার নির্দেশে জেলা-উপজেলায় ৬০০ মসজিদ নির্মিত হচ্ছে। কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দেওয়ার পর তাদের অনেকেরই সরকারি চাকরি হয়েছে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী মোহম্মদ ফরিদুল হক খান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –