• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও অনন্য উচ্চতায় বাংলাদেশ: উপমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২  

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও অনন্য উচ্চতায় বাংলাদেশ: উপমন্ত্রী             
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে ক্রীড়াঙ্গনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ফুটবল, দাবা, শুটিং, সাঁতার, গলফ ও আরচ্যারিতে অনন্য উচ্চতায় উঠেছে বাংলাদেশ।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের ছেলেমেয়েরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত পৃষ্ঠপোষকতার মাধ্যমে ক্রীড়াচর্চাকে আরো সচল করা ও খেলার মানোন্নয়নে উদ্যোগ নিচ্ছেন।

শুক্রবার শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া স্কুল মাঠে সখিপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সখিপুর সুপার লিগের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াপ্রীতি, ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট মানুষের প্রতি দুর্বলতা, তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু করার আকুলতা- ‘জেনেটিক’। তার দাদা, বাবা ও ভাইয়েরা ছিলেন মনেপ্রাণে ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও সংগঠক। শেখ হাসিনা নিজেও ছোটবেলায় খেলাধুলা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার ক্রীড়ানুরাগী।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সব সময় ক্রীড়াবান্ধব। তিনি যতবার ক্ষমতায় এসেছেন, ততবার নানা উদ্যোগে দেশের ক্রীড়াখাতকে বেগবান করেছেন। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন আধুনিক অবকাঠামো নির্মাণ, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক ইভেন্টেও অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ এনে দিয়েছেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি ও তার সহযোগীরা প্রতিনিয়ত দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ষড়যন্ত্র-দুর্নীতির আশ্রয় নিয়ে ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হয়েছে। ২০১৪ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সর্বশক্তি নিয়োগ করেও পরাস্ত হয়েছে। ২০১৮ সালে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র সত্ত্বেও পরাজিত হয়েছে। আগামী নির্বাচনেও তাদের পরাজয় সুনিশ্চিত। জনগণের ভালোবাসায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই আগামীতে ক্ষমতায় থাকবেন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বরেকর্ড গড়বেন তিনি।

সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদারের সভাপতিত্বে ও সুপার লীগের প্রধান উদ্যোক্তা মাসুক কবির রুমেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –