• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে জয়মনিরহাট ইউপির উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এখানে নৌকা, ধানের শীষ ও স্বতন্ত্র তিনজনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, জয়মনিরহাট ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৪৮৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯১০ এবং মহিলা ভোটার ৭হাজার ৫৭৩ জন। আইনশৃঙ্খলা রক্ষায় তিনজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও বিজিবি দায়িত্ব পালন করছেন। 

গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের মৃত্যু হলে পদটি শুন্য ঘোষণা করে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –