• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে দুর্গাপূজার খরচ কমিয়ে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামে করোনাকালে শারদীয় দুর্গাপূজায় আলোকসজ্জার মত অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই অর্থ দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী দক্ষিণপাড়া মন্দিরে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শাড়ী ও ধুতি বিতরণ করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস, সহ সভাপতি দুলাল চন্দ্র রায়, উপাধ্যক্ষ উদয় শঙ্কর চক্রবর্তী, দক্ষিণপাড়া পূজা কমিটির সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিত শাহা পিন্টুসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা।

উদ্যোক্তারা জানান, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলোকসজ্জার মত অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা গরীব তাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –