• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে ফাইলেরিয়া রোগের প্রচার-প্রচারণা বিষয়ক কর্মশালা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচীর আওতায় কুড়িগ্রামের চিলমারীতে অ্যাসেন্ড বাংলাদেশের আয়োজনে ও লেপ্রা-বাংলাদেশের সহযোগিতায় ফাইলেরিয়া রোগের প্রচার-প্রচারণা ও সামাজিক আন্দোলন জোরদারকরণ বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এডব্লিউ এম রায়হান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুছ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী, থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –