• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ভূরুঙ্গামারী সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে শিপন মিয়া(২৮) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকালে আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গেলে তাকে ভারতীয় বিএসএফ দলের সদস্যরা আটক করে। 

পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি এলাকার ইউপি মেম্বার এরফান আলী জানান,  ওই গ্রামের আব্দুল করিমের পুত্র অটোরিক্সা চালক শিপন মিয়া ভারতের দিঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে দিঘলটারী সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, আটক শিপন মিয়াকে মদ, গাঁজা ও মাদকদ্রব্যসহ বিএসএফ ভারতের অভ্যন্তরে আটক করেছে বলে জানা গেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –