• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ রোধে কুড়িগ্রামে প্রচারণা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকলেও কুড়িগ্রামের বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। গণ-পরিবহন, হাটবাজার ও কর্মস্থলে অনেকেই মাক্স ব্যবহার করছেন না।

এই পরিস্থিতিতে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশ বাসটার্মিনাল ও হাটবাজারগুলোতে অভিযান চালিয়েছে।

এ সময় তারা মাক্স ও হ্যান্ড সেনিটাইজার বিতরণসহ পথচারীদের করোনা সচেতনতা বিষয়ে পরামর্শ দিয়েছেন।

এতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মো. রুহুল আমিন, এএসপি কল্লোল দত্ত, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার, টিআই সরোয়ার, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুত্ফর রহমান বকসী প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –