• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

এক ঘণ্টার ইউএনও হয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল আকলিমার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২  

এক ঘণ্টার ইউএনও হয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল আকলিমার                
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করল এন.সি.টি.এফ চাইল্ড পার্লামেন্ট মেম্বার আকলিমা খাতুন। সে উপজেলার শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভস প্রজেক্ট এ গার্লস টেকওভার কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। 

এ সময় এন.সি.টি.এফ চাইল্ড পার্লামেন্ট মেম্বার আকলিমা খাতুনকে আসন ছেড়ে দিয়ে পাশে বসে থাকেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান।

প্রতীকী ক্ষমতা গ্রহণ করে আকলিমা তার অনুভূতি ব্যক্ত করে বলে, আজ আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এটি একদিন আমাকে এ ধরনের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালনে সাহায্য করবে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা জাহান, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, শালমারা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল হুদা মন্ডল, সলিডারিটির ডিপুটি ডিরেক্টর আলেয়া বেগম, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –