• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাজিবপুরের বিপ্লবী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

কুড়িগ্রাম জেলার ২য় বারে আবারও শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাজিবপুরের বিপ্লবী আক্তার বিথী। তিনি জেলার চর রাজিবপুর উপজেলার ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছেন। গত বছরের মতো এবারও তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে নির্বাচিত করেছেন জেলা বাছাই কমিটি।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩সালে জেলা পর্যায়ের বিপ্লবী আক্তার বিথী শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বলে বিষয়টি জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন।

বিপ্লবী আক্তার বিথী পরিশ্রমী মহিলার মধ্যে অন্যতম। তার জন্মস্থান রংপুরে। তার ১৯৯৭ সালে তার বিয়ে হয় রাজিবপুরে। তিনি ১৯৯৮ সালে এসএসসি পাস করেন, ২০০০ সালে এইচএসসি উত্তীর্ণ হন। কারমাইকেল বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে ২০০৫ সালে ইতিহাসে অনার্স এবং ২০০৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন।২০০৭ সালে সি ইন এড এবং ২০১৩ সালে বি এড সম্পন্ন করেন।

২০০৬ সালে তিনি প্রথমে সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি সুনামের সাথে ও দায়িত্ব সহকারে কাজ করছেন। উপস্থাপনা, বক্তৃতা, ভাষন, খেলাধুলা, সঙ্গীতসহ সকল বিষয়ে তিনি পারদর্শীতার সাথে এগিয়ে রয়েছে অন্য ১০ দশজন নারীর চেয়ে।

এ বছর তার প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। তার স্বামী আবু সাঈদ রাজিবপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। তিনি ৩ পুত্র সন্তানের জননী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –