• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

উলিপুরের থেতরাই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩  

 
কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতাকে জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় এক মামলায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েব পেইজে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা ৩৩২/২২ এর দন্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৫৩/৩৩২ ধারায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিয়ে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। উলিপুর উপজেলার থেতরাই ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে জানানো হয়।

এ ব্যাপারে বরখাস্তকৃত থেতরাই ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা বলেন, আমি প্রজ্ঞাপনটি ফেসবুকের মাধ্যমে দেখেছি। এখনও অফিশিয়ালি পাইনি।উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের বিষয়টি শুনেছেন বলে জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –