• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বাড়িতে ঢুকে ভাত-মাংস খেয়ে আসবাবপত্র চুরি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাড়ির গেট ও রুমের তালা ভেঙে ফ্রিজে রাখা ভাত ও মাংস খেয়ে মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় মামলা হলে শনিবার চুরি যাওয়া মালামালসহ তিন চোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চোর চক্রের মূলহোতা উলিপুর পৌরশহরের জোনাইডাঙ্গা গ্রামের মো. ফারুক হোসেন, মো. খোকন মিয়া ও উলিপুর হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় এলাকার মো. আব্দুল হাকিম।

জানা যায়, ১৮ অক্টোবর রাতে ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা উলিপুরের বজরা এলাকায় বোন জামাইয়ের জানাজায় যান। পরদিন বাড়ি এসে দেখেন তাদের বাসার গেটের তালা ও রুমের তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। তাদের বিভিন্ন মালামালও ঘরে নেই। এছাড়াও তাদের বাড়ির রান্না করা ভাত ও মাংস সব খেয়েছে চোরেরা।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, শনিবার সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ছোট পানির পাম্প, একটি গ্যাসের চুলা, একটি ছোট বাই সাইকেল, এলইডি মনিটর দুটি, একটি গ্যাস সিলিন্ডার, একটি স্বর্ণের আংটি, দুইটি কম্বল, একটি স্টাবলাইজার, একটি পানির ফিল্টার, একটি ব্লেন্ডার, মেলামাইন প্লেট ১৩টি উদ্ধার করে পুলিশ। 

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে মালিকদের অনুপস্থিতিতে কৌশলে বাড়ির তালা ভেঙে মালামাল চুরি করে পালিয়ে যেত। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –