• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

উলিপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

‘সচেতন, সুগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজন ও সহোযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট’র সার্বিক তত্বাবধানে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মিনহাজ আহমেদ মুকলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উলিপুর শাখা সুজনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাশেজ দে রাজু, সুজন উলিপুর শাখার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, পাঁচপীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার সরকার, সহযোগী অধ্যাপক মোজাফফর হোসেন মন্ডল, উলিপুর সরকারি কলেজের ইংরেজি বিষয়ক প্রভাষক নাজমা আখতার, উলিপুর আদর্শ কলেজের প্রভাষক সাখাওয়াত হোসাইনসহ প্রমুখ।

বক্তব্য শেষে ১০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজের ৩শত শিক্ষার্থীদের কুইজে অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে ১ম স্থান অধিকার করে উলিপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান কবির, ২য় স্থান অধিকার করে একই কলেজের শিক্ষার্থী জান্নাত বিনতে জাবের। শেষে সকল অংশগ্রহণকারীদের সনদপত্র দেয়া হয়। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে উলিপুর উদীচী শাখার শিল্পীবৃন্দ গান পরিবেশন করে অনুষ্ঠানেটি প্রাণবন্ত করে তোলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –