• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

টিকটক বানাতে ফুফাতো বোনকে নিয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪  

কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসলের টিকটকের ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য তিস্তায় গোসল করতে নামে। এ সময় তার সঙ্গে আরো দুই বন্ধু ছিলো। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ নদীতে গোসল করছিলো। গোসলের একপর্যায়ে অন্যরা তীরে চলে আসতে পারলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ২ ঘণ্টা পর নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –