• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির হাইকমান্ডকে তৃণমূলের কড়া বার্তা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২  

বিএনপির হাইকমান্ডকে তৃণমূলের কড়া বার্তা                         
বিএনপির যেসব নেতাকর্মী আন্দোলন কিংবা দলীয় কর্মসূচিতে হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করবে তাদের শক্তভাবে প্রতিহত করার কড়া বার্তা দিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতারা।

তারা বলেছেন, বিএনপির তৃণমূল কখনো বেইমানি করেনি। কেন্দ্রীয় কিছু নেতা লোভে পড়ে বিগত দিনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, হাইকমান্ডকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। কিন্তু এবার যদি কেউ একইরকম ভুল করার সাহস দেখান তাহলে তাকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা, বরিশাল ও ফরিদপুরের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। সেখানেই জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এসব কথা বলেন।

সূত্র জানায়, সভায় লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সভায় জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বলেন, দলে ঘাপটি মেরে থাকা কিছু লোভী-বিশ্বাসঘাতক নেতার প্ররোচনায় বিএনপির হাইকমান্ড বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে। এতে কোনো লাভ হয়নি, উল্টো লোভী নেতারা ডুবেছে, দলকেও ডুবিয়েছে। এবার যদি কোনো বেইমান বা দালালের আবির্ভাব ঘটে তাহলে তার বিচার তৃণমূল নেতাকর্মীরা করবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –