• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ইস্ট বেঙ্গলের কোচ হলেন লিভারপুল কিংবদন্তি ফাওলার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

আইএসএলে এর মধ্যে নাম লিখিয়েছেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় মুখ। এবার পশ্চিমবনের ক্লাব ইস্টবেঙ্গলের ডাগআউটে আসতে যাচ্ছেন আরও একজন বড় নাম। লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলার দায়িত্ব নিয়েছেন ক্লাবটির কোচ হিসেবে, আইএসএলে ফাওলারের অধীনেই শুরু করতে যাচ্ছে ক্লাবটি।

ইস্টবেঙ্গলের বেশিরভাগ মালিকানা এখন কিনে নিয়েছে শ্রী সিমেন্ট। তাদের মুখপত্র জানিয়েছে, ফাওলারের সাথে ক্লাবটির চুক্তির মেয়াদ দুই বছর। এরপর সেটি বাড়তে পারে।

লিভারপুলের হয়ে লম্বা একটা সময় প্রমিয়ার লিগ মাতিয়েছিলেন ফাওলার। ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোল তার, অ্যানফিল্ডে তাকে ডাকা হতো 'গড'। প্রিমিয়ার লিগে সব মিলে ফাওলার সপ্তম সর্বোচ্চ গোলদাতা, লিভারপুলের পর খেলেছেন লিডস ইউনাইটেড ও ম্যান সিটিতেও। তার কোচিং ক্যারিয়ার অবশ্য ক্লাব ক্যারিয়ারের মতো এতোটা সমৃদ্ধ নয় থাইল্যান্ডের মোয়াংথং ইউনাইটেডে প্লেয়ার কাম ম্যানেজার হিসেবে হেলেছিলেন, গত বছর তার অধীনে অস্ট্রেলিয়ার এ লিগে চতুর্থ হয় ব্রিসবেন রোর।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –