• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

গাইবান্ধায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্র্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মাহাবুব রহমানকে (৪৪) গ্র্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার এক পল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মাহাবুব হোসেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। গোপনসূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জের নির্দেশে শুক্রবার দুপুরে এসআই এমএ আজিজের নেতৃত্বে সঙ্গীয় পুলিশসহ এক আকস্মিক অভিযান চালানো হয়।

এ সময় মাদক ব্যবসায়ী মাহাবুবের বসতবাড়ীর শয়ন ঘরে তল্লাশি চালিয়ে লুকায়িত একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাহাবুবকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো এক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, মাহাবুব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে গ্রেফতার করায় আমরা কিছুটা শঙ্কা থেকে মুক্ত হলাম। পুলিশের কাছে অনুরোধ, এলাকার পরিবেশ ঠিক রাখতে এরকম অভিযান যেন আরো পরিচালনা করা হয়। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন।

থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাহাবুবকে শনিবার সকালে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –