• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির পরিচিতি সভা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

পঞ্চগড়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে এই পরিচিত সভার আয়োজন করেন পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক (মিনি ট্রাক্টর) ট্রাক্টর, ট্যাংলরী ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস-মিনিবাস,কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সভাপতিত্ব করেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদল।

সভায় নতুন কমিটির নির্বাচিত ৪৫ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক এম. এ আব্দুল মজিদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নর সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ট্রাক (মিনি ট্রাক্টর) ট্রাক্টর, ট্যাংলড়ী ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম বদি.সাধারন সম্পাদক ( ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম প্রমূখ।
এর আগে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত এবং বেলুন উড়িয়ে পরিচিতি সভার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান সরকারের সহযোগীতায় শ্রমিকরা প্রণোদনা পাচ্ছে। শান্তিপূর্ণভাবে কাজ করতে পারছে। অন্য সরকারের আমলে শ্রমিকদের সুবিধা-অসুবিধাগুলো বর্তমান সরকারের মত করে চিন্তা করা হতো না। আওয়ামীলীগ সরকারের অধীনেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –