• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

চিলমারীর সেই বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

কুড়িগ্রামের চিলমারীতে সেই বৃদ্ধা ফজিলা বেওয়াকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাচাবান্দা ফকিরপাড়া এলাকায় অসুস্থ ফজিলা বেওয়াকে তার বাড়ীতে গিয়ে এ সহায়তার অর্থ প্রদান করা হয়। সহায়তার অর্থ প্রদান করেন প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার চিলমারী প্রতিনিধি এসএম রাফি।

উল্লেখ্য, ৫ মে ২০১৫ তারিখে বিভিন্ন দৈনিক পত্রিকায় “কপজান, মালেকজান ও ফজিলাদের প্রশ্ন আর কত বয়স হলে জুটবে বয়স্ক ভাতা” শিরোনামে একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশ হলে পত্রিকাটির ঢাকার পাঠক নাম-পরিচয় জানাতে অনিচ্ছুক এক হৃদয়বান ব্যক্তি প্রেসক্লাব সভাপতির মাধ্যমে ওই তিন বৃদ্ধাকে প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন এবং নিয়মিতভাবে প্রতি মাসে সহায়তা প্রদান করে আসছেন। কপজান ও মালেকজান ইন্তেকাল করায় ফজিলা বেওয়ার আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। অসহায় ওই বৃদ্ধাকে এপ্রিল মাসের সহায়তার অর্থ প্রদান করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –