• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বীরগঞ্জে মোহনপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যেদের দায়িত্বভার গ্রহণ   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২  

শপথ গ্রহণের পর দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে মোহনপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত মোঃ শাহিনুর রহমান চৌধুরী। একই দিনে সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের নির্বাচিত সদস্যগন তাদের দায়িত্বভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দায়িত্বভার হস্তান্তর এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে  বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরীর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম।

মুচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের সদ্য বিদায়ী চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা যতিন্দ্রনাথ মহন্ত, বিবি কঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ এমএ লতিফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সামা মিয়া ঠান্ডু, বীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাইজুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস প্রমুখ।

এরআগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিদায়ী এবং দায়িত্বগ্রহণকারী চেয়ারম্যান এবং সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০২১সালের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মোহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহিনুর রহমান চৌধুরী শাহিন আনারস প্রতিক নিয়ে ৭২৯২টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী মোঃ মজিদুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে ৫১০০টি ভোট পেয়েছেন। এই ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ তাজুল ইসলাম ৪৬৮৫টি পেয়ে তৃতীয় হয়েছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –