• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ফুলবাড়ীতে দুই ট্রেন একই লাইনে, রক্ষা পেলেন কয়েকশ` যাত্রী         

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি মালবাহী ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকশ' যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী পিআকে মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বলেন, আমরা যে ট্রেনটিতে অবস্থান করছিলাম সেই লাইনে অপরদিক থেকে আর একটি ট্রেন আসা দেখে অনেককেই ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়তে দেখেছি। তবে আমরা নামিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফুলবাড়ী রেলস্টেশনে রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ৭৩১ আপ যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী পিআইকে ৩০ ডাউন মালবাহী ট্রেনের ক্রসিং হওয়ার কথা। সে অনুযায়ী বরেন্দ্র এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড় করিয়ে রাখা হয়।

একই সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী পিআইকে ৩০ ডাউন মালবাহী ট্রেনটি ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়ানোর সিগন্যাল দিলেও ট্রেনটি দ্রুত গতিতে স্টেশন পেরিয়ে আউটার সিগন্যালের কাছে গিয়ে হঠাৎ ব্রেক ধরে পিছনের দিকে আসতে শুরু করে। এতে মালবাহী ট্রেনের ক্লিপিং খুলে পাটিং হয়ে যায় এবং পিছনের ৩টি বগি ছুটে যায়। এসময় দুটি ট্রেনকে একই লাইনে দেখে যাত্রীবাহী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এই অবস্থার মধ্যে ৩০ মিনিট বিলম্বে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশন ছেড়ে যায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –